Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, September 25, 2016

ব্যাংকার জীবন নিয়ে একটি কবিতা

1 Comment
ব্যাংকার
জাকিরুল হক তালুকদার

হয়তোবা জীবনের কোন এক ধাপে
জড়িয়েছি নিষ্ঠুর কোন এক পাপে
তা না হলে করি কেন ব্যাংক এর জব
হারিয়েছি শখ-স্বাদ যৌবন সব?


অন্যের টাকা কড়ি দিন রাত গুনি
নিজ ঘরে সুখ নেই হাহাকার শুনি
নিজ বুকে যত ব্যথা যত থাক দুঃখ
হাসি হাসি মুখ নিয়ে সেবাটাই মুখ্য।


বউ আর ছেলে মেয়ে ঘরে আছে তবু
তাদের খবর নেয়া হয়নাতো কভূ
খাবারের সময়টা দুপুরেতে লেখা
দিন শেষে লাঞ্চ করি আমি একা একা।


কাজ বেশি ব্যস্ততা দেয়নাতো ছাড়
বাঁচা - মরার খবর কেবা রাখে কার
দুপুরের সুর্যটা হয়নাতো দেখা
মনে বড় কষ্ট চোখে বলি রেখা।


উপরের নির্দেশ, উপরের মন্ত্রে
হাত- চোখ পড়ে থাকে গণনার যন্ত্রে
নই কেউ মেশিন আর নই কোন যন্তর
আমাদেরও আছে বাবা ছোট এক অন্তর।


তবু যদি হয় ভুল কোন এক কাজে
শাস্তিটা পেতে হয় খুব বেশী বাজে
গ্রাহকের চোখ লাল, বস এর ঝাড়ি
মন চায় চাকরীটা ছেড়ে চলি বাড়ি।


হয়তোবা মাস শেষে বেতনটা ঢের আনি
পেশাটা আবার বলি ব্যাংকের কেরানী


এর চেয়ে ঢের ভালো দালালীটা করা
প্রতিদিন একখান মক্কেল ধরা।
1 comments for "ব্যাংকার জীবন নিয়ে একটি কবিতা"

খুবই সুন্দর লিখেছেন।
মনের সব অজানা কথা, এভাবে অকপটে বলে ফেললেন,
বলতে পারছিনা ঐ সব কথা, ধরে নেন আমার মনেও আছে একই ব্যাথা।