Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, December 14, 2020

অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে?

Be the first to comment!

যেসব সম্পত্তি দেখা যায় না, স্পর্শ করা যায় না বা যার কোনো বাস্তব অস্তিত্ব নেই কিন্তু আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি হিসাবে দেখানো হয় তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে। যেমন-সুনাম, প্যাটেন্ট স্বত্ব, ট্রেড মার্ক, মুদ্রণ স্বত্ব, ব্রান্ড নাম, লিজ হোল্ডার, ফ্রেঞ্জাইজ ইত্যাদি। অদৃশ্য সম্পত্তির মধ্যে অধিকাংশ সম্পত্তির আয়ুস্কাল দীর্ঘ মেয়াদি হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান এসব সম্পত্তি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। 

তবে বিশেষ ভাবে উল্লেখ্য যে, প্রতিষ্ঠানে এমন কিছু চলতি সম্পত্তি থাকে যার কোনো বাহ্যিক অবস্থান বা অস্তিত্ব নেই কিন্তু তাকে অদৃশ্য সম্পত্তি বলা যাবে না। যেমনবিবিধ দেনাদার, অগ্রিম খরচ।

Weygandt, Kieso & Kimmel তাদের Accounting Principal গ্রন্থে অদৃশ্য সম্পত্তি সম্পর্কে বলেন, “দীর্ঘ মেয়াদী সম্পত্তির মালিকানা স্বত্ব হতে সৃষ্ট অধিকার সুযোগ এবং প্রতিযোগিতামূলক সুবিধাকেই অদৃশ্য সম্পত্তি ধরা হয়। এসব সম্পত্তির কোনো বাস্তব অস্তিত্ব দেখা যায় না।”

 

0 comments for "অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে?"