Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 13, 2020

ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) এর সুবিধাসমূহ আলোচনা করুন

Be the first to comment!

 ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) এর সুবিধা নিম্নরুপ: 

১. পরিমিতকরণ অর্জন: স্বল্প কর্মশক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে প্রকল্প ও পণ্য একক প্রতি উৎপাদন খরচ হ্রাস করে। 

২. সস্তায় কর্মশক্তিতে বিশ্বায়িত করা: ইন্টারনেট সুবিধা থাকা সাপেক্ষে বিশ্বের যে কেউ ঈষড়ঁফ এ প্রবেশ বা ব্যবহার করতে পারবে। 

৩. প্রযুক্তির পরিকাঠামো ব্যয় হ্রাস: সর্বনিম্ন খরচ সাপেক্ষে তথ্য সহজে প্রবেশাধিকার বজায় রাখে। সাপ্তাহিক, ক্সত্রমাসিক বা বাৎসরিক চাহিদার উপর ভিত্তি করে পরিশোধের সুযোগ রাখে। 

৪. মূলধন বিনিয়োগ হ্রাস: হার্ডওয়্যার, সফট্ওয়্যার বা লাইসেন্স খরচ মেটানোর জন্য অধিক অর্থ ব্যয় অপ্রয়োজনীয়। 

৫. কার্যকর ব্যয় সংকোচন প্রক্রিয়া: সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ে কম জনবল ব্যয়ে অধিক কর্ম সম্পাদন করে। 

৬. অধিক কার্যকর প্রকল্প নিরীক্ষণ: সমাপ্তির সময় চক্রের আগেই কার্য সম্পাদন করায় বাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকা যায়। 

৭. সহজ প্রবেশ্যতা নিশ্চিতকরণ: যেকোনো স্থান থেকে যখন খুশি এতে প্রবেশ সুবিধা জীবনকে আরও সহজ করে। 

৮. নতুন সফটওয়্যার লাইসেন্স: ব্যয়বহুল সফট্ওয়্যার লাইসেন্স বা প্রোগ্রাম ক্রয় ছাড়াই এর বিস্তার ঘটানো যায়। 

৯. নমনীয়তা: গুরুত্বপূর্ণ কর্মশক্তিকে বা অর্থ সম্পদকে বিপদাপন্ন না করেই গতিধারা পাল্টে ফেলা যায়।

১০. কর্মী প্রশিক্ষণ ব্যয় অনধিক: হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনধিক জ্ঞান সম্পর্কে স্বল্পসংখ্যক কর্মশক্তি ব্যবহার করেও বেশি কাজ করা সম্ভব। 


0 comments for " ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) এর সুবিধাসমূহ আলোচনা করুন "